আকাশ যখন ছেয়ে আসে
ঘন কালো মেঘে
দুষ্টু হাওয়া বইতে থাকে
দোর্দণ্ড বেগে।
আমি একা দাঁড়িয়ে থাকি
ধনুক সেতুর প'রে
শিরশিরানি পাতার মতো
কায়ায় রঙ ধরে।
আলম-চাচা সুর করে গায়
প্রেম বিরহের গান-  
"কেডা কাইড়া লইল রে
আমার পরাণ"!  
মাটির ধরায় ক'জন সুখী
বুক বাজিয়ে বলুক
সর্ব সুখী আমিও কি গো!
তাই কাব্যধারাই চলুক।
ভাঙা বুক মরমে বাঁধি
সবার দুঃখ দেখে
নিঃস্ব যে জন,রিক্ত যে জন
সে-ই আছে সর্ব সুখে।