যেই খানেতে সহজ মানুষ
সরল মন প্রাণ
আয় বন্ধু সবাই মিলে গাই
সেখানে গান।


যেই খানেতে সত্য কথা  
শুধুই হাসাহাসি
মন্দ মানুষ নেই যেখানে
আছে ভালো বাসাবাসি।


যেইখানেতে গাই ছাগল চড়ে
সবুজ মাঠের পরে
যেইখানেতে সারা বছর
গাছেতে ফল ধরে।


যেইখানেতে পদ্মার ঢেউ
সরল লোকের ঘর
যেইখানেতে সবাই আপন
নেইতো কেউ পর।


সেইখানে তেই চল রে সখা
সুখের ঘর বাঁধি
প্রেম হীন এই জগত মাঝে
কতকাল আর কাঁদি?


(এখন ভীষণ অসুস্থতায় আমি বেডেড।তিন দিন নার্সিংহোম এ ছিলাম।
তবু কবিতার আসর আমার প্রাণ।ভালোবাসা
দিলাম সব্বাই কে)