প্রথম যখন "মা" বলে ডাকলাম,
সেটা ছিল আমার মায়ের ভাষা---


প্রথম যখন হাতেখড়ি তে "অ" লিখলাম,
আমার মায়ের ভাষায়--


প্রথম স্কুলে জাতীয় সংগীত গাইলাম 'জন গন মন',
সে-ও আমার মায়ের ভাষায়----


প্রথম যখন একটা ছেলের মুখে 'ভালোবাসি' শুনেছিলাম,
যেটাও আমার মায়ের ভাষায়---


প্রথম যখন তার সাথে ফুলেল বাসরে শুনেছিলাম, তুমি আমার জীবন',
সে-ও ছিল মাতৃভাষা----


অতীব দেহ-পীড়ায় সেই প্রভুকে যখন স্মরণ করি,সেখানেও দীপ্যমান আমার মাতৃভাষা----


এক্ষুনি বললাম, "বাংলা কবিতার জয় হোক"
"জয় হোক বাংলা ভাষার"
প্রতিধ্বনিত হয়ে গেল আমার মায়ের ভাষা--


(আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে ফেব্রুয়ারি তে কবিতার আসরের সকল কবিকে রক্তিম শুভেচ্ছা জানাই)