শোন ব্রজ বালিকা
রাখো নীপ মালিকা
কোথা রাই-কুহেলিকা!


গরজে মেঘর গর্জন
কোথা শ্যামের আগমন?
কেন করো আয়জন?


কুঞ্জ কুটির ছাইল...
অবলা অন্তর কাঁপিল
রাই নয়ন ভাসাইল।


আজ কোথা শ্যামরায়
বকুলমাল্য হস্তে শুকায়
গোপাঙ্গনারা সংজ্ঞা হারায়।


যার চরণ কামনা
সে-ই ফিরে চায়না
বিধির বড় বাহানা।


ফের ফের শ্রীকানাই
কানু-হীন গতি নাই
তোমার শ্রীচরণই চাই...