বিশ্বাস আর নিশ্বাস
একবার গেলে আর ফেরে না,
প্রেম আর সুন্দর মন-হেম
টাকাতেও মেলেনা----


কুকুর আর পাখি কাক
সব সময় ঘেউঘেউ,চিঁ চিঁ ,কা কা করে
কফি আর ভিখারী একজন মাগে
অন্যটি মগে ভরে----


দুঃশ্চিন্তা আর ছোটো বাচ্চা
দুটোই বাড়ে কেবল বাড়ে,
মৃত্যু এবং সংসার ধংসের জন্য
শুধু হাত নাড়ে----


শান্তি আর স্বার্থহীন ভালোবাসা
জগতে বড়ো অভাব
আত্মীয় ও প্রতিবেশীর
হিংসা করা স্বভাব----


জিরাফের গলা আর অসুখের রাত
দুটোই বিশাল বৃহৎ
আল্লাহ, ঈশ্বরে যতই মাগো
তাঁদের পোরেনা মনোরথ-----


হাঁস আর দুষ্ট বন্ধু  
খালি প্যাক মারে
আরও আছে কত মিল
কবিতায় জানাবো কি করে?