সারা আকাশ ছেয়ে আছে
আশ্বিনের মেঘে
নামবে বুঝি এক্ষুনি ঝড়
উথাল পাথাল বেগে।


হৃদ-আকাশে ভীষণ ঝিলিক  
মন-মাঝে চমকায়
মিলন যেন ‘তার’ কাছেতে
আবেগে পৌঁছায়।


‘সে’-ও জ্বলে কামাগ্নিতে
শিউলি বলে যায়
শাপলা শালুক পদ্মরা সব
বাসর সাজায়।


‘সে’ যদি না আসে তবে
দ্বিগুণ হবে আগুণ
‘তার’ বুকেতে মাথা রেখে
শারদী গাবে ফাগুণ।


শারদী-রাই সব যুগেতে
বিরহী হয়ে রয়
একটু প্রেমের ছোঁয়া পেলেই
গায় প্রেমিকের জয়।