আমি যখন দাঁড়িয়ে থাকি
কচি ধানের আলে
ঊষা রবির রক্তিম আভা
পড়ে আমার গালে।


পাকপাখালী মিষ্টি সুরে
গেয়ে ওঠে গান
তোমার জন্য মন টি আমার
করে যে আনচান।


পায়রা গুলো খুটে খুটে
শস্য দানা খায়
অল্প জলে হাঁস গুলো সব
সাঁতার কেটে যায়।


রবি যখন সবুজ মাঠে
তপ্ত কীরণ ঢালে
শীতবস্ত্র হীন শিশুরা সব
বসে ক্ষেতের আলে।


খাবার ওরা পায়না খেতে
তবু আনন্দে থাকে
দুঃখী জনের খবর আর
কে কবে মনে রাখে!


এবার যখন ফিরবে তুমি
শীত বস্ত্র এনো
দোঁহার মিলন পরম হবে
পূণ্য দানেই জেনো।