আমার মনটা পোড়ে যার তরে
সে চিনল কই?
ও বন্ধু, সে চিনল কই?
চোখের জলে শুখা মাটি
হইল যে থই থই----


আকাশ আমার সখা হইল
শুনল না তো কথা
ওর মুখ পানে চাইয়া
জানাইলাম বুকের ব্যথা----


জগতে কেউ মন বোঝেনা
বুঝাইবো আর কারে?
ওগো প্রভু দয়া কইরা
বক্ষে জড়াও মোরে----


প্রেমের চেয়েও বড় জগে
ধন সম্পদ টাকা
মূর্খ মানুষ বুঝল না আজও
যাইতে হইবে সব ফেইল্যা একা।
ওগো জগবন্ধু বলো
কত একলা বইসা রই-----



( এটি একটি গীতিকবিতা। কিছুটা পরিবর্তিত করে লিখলাম। কৃষ্ণসাগর নামে এক বাউল আমার গান গেয়ে থাকেন।)