কোন এক শীতের সন্ধ্যায় তাকে দেখেছিলাম
শীতে কম্পনরত অসহায় মানুষের কম্বল খুঁজতে; বড় দুখী সেই মানুষ গুলো--
দুহাত বাড়িয়ে ফ্যান ভাত নিচ্ছে ;
কী প্রশান্তি সেই মানুষ গুলোর মুখে,
না কিছু নেই, শুধু ফ্যানভাত;
আর সেই মানুষটাকে দেখেছিলাম ব্যস্ত সন্ত্রস্থ হয়ে খালি ছুটোছুটি করতে---
দশটা কম্বলে পঞ্চাশ জনের শীত মানায় কি!
তাই শেষ পর্যন্ত নিজের জামা আর চাঁদরও জড়িয়ে দিয়েছিল এক শিশুর গায়ে---


অনাথ বাস্তুহারাদের কজন কে আজ চিনি,
তারা সাধারণ জীবনযাপনে নয়,ধনী---
কারও বাড়ি, কারও ভালো চাকরি, কারও গাড়ি, আবার মুখে অহমের বাক্য
বহালতবিয়ত বলা যেতে পারে---
আর সেই মহান লোকটা! স্টেশনে বসে থাকে, কেউ খাবার দিলে খায়,আর গান গায়
আপন বলে জগতে কেউ নেই ;
সেই অসহায় রা আজ তার খবর রাখেনা--
জগৎ তার মতো চলে, অনেক অন্যায়ের বিচার কোন ঈশ্বর আল্লাহ করেন না---
কিছু মানুষ পৃথিবীতে আসে মানুষের জন্য কিছু করতে, বিনিময়ে ভিখিরি জীবন ;
হ্যাঁ, এমন খবর খুবই স্বাভাবিক, অসাধারণতার আভাস কিছু নেই----