যেদিন কৃষ্ণ চূড়ার তলা দিয়ে যেতে যেতে
টুপটাপ পাপড়ি গুলো ঝরে পড়ছিল
দুজনের উদ্বেলিত উচ্ছাসিত কায়ার উপর,
তুমি হাত ধরে বলেছিলে, "কথা দাও,
এই হাত ছাড়বে না কোনদিন---"!
জ্যোৎস্না রাতের লাল আবীরে রাঙানো মন
বলেছিল, কালের খেলা কে তো জানিনা,
সে তার নিয়ম মেনে চলে---
মৌনতা ভেঙে গান ধরেছিলে, " যেতে যেতে পথে
পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে---"


দোল আসে, পূর্ণিমার চাঁদ ওঠে প্রতি বছর,
তুমি আর কোনদিনও আসোনি ফিরে।
কিন্তু সেই রঙ আজও আমার কপালে কপোলে
লেপ্টে থেকে স্মরণ করায় একটি তিথি কে।
তুমি বর্ডারে প্রাণ হারিয়েছিলে শত্রুর সাথে যুদ্ধে,
তুমি শহীদ, তুমি বীর----
আমিও যুদ্ধ করি রো--্জ সংসারে
আমায় কেউ মনে রাখবে না
কেউ পতাকায় সম্মান জানাবে না,
লাল আবীর মেখে লুকিয়ে কেঁদে যাওয়া
একটি মেয়ের খোঁজ কেউ রাখবে না।


(পেপারে একটি ঘটনা পড়ে
কবিতা টি লিখলাম)