ফাল্গুনী বলে গেল
কত দুখের কথা
উত্তর নেই কিছু
চাপা বুকে শুধু ব্যথা।
কেঁদে গান শোনাল
বাসন্তী হাওয়া
তার যে হল শেষ
রাগ মালঞ্চ গাওয়া।
একা বসে থকি ছাদে
আনন্দ নিকেতন
মর মর ধ্বনি ওঠে
ব্যাকুল হয়ে ওঠে মন।
সব ঋতু যায় আসে
ভালোবাসা স্থির
ফাল্গুনী বলে যায়
মাখো বুকে প্রেম-আবীর।