হেভেন ক্রিয়েটর বা সৃষ্টি কর্তা কিছু মানুষ আর পশুকে পৃথিবীতে এনে মহানন্দে খেল দেখেন---
পশু রাস্তায় কেমন মার খায়,সবার দেখা,
আবার ভালো মনিব নাপেলেও পশু নরকেই থাকে ;
রাস্তায় শব্দবাজি সারমেয়র লেজে বেঁধে দিয়ে কিছু
দুপেয়ে জন্তু ভারী আনন্দ পায়-----
আবার ফলে বোম্ব ভরে হাতিকে খুন করে---


আর মানুষ! হা হা হা--- ওপরওয়ালার হাতের এক্কেবারে নেগলেক্ট বা ছিনিমিনি খেলনা;  
খুব মজা ক্রিয়েটরের তাদের তিলতিল করে কষ্ট দিয়ে একটু একটু করে মারতে---
এঁদো বস্তি,স্যাঁতসেঁতে বিছানা, নোলাইট,নো ফুড,
নো ড্রেস,নো সিমপ্যাথি; আরও আরও অনেক--
আবার সাতসকালে তাদের টেনে নিয়ে যান স্বর্গ না পারিজাত, না জিন্নত-- আমার অন্তত জানা নেই।
আবার কিছু মানুষকে সাততারা প্রাসাদে শুয়িয়ে রেখে,তাদের তেলা মাথায় তেল দিয়ে আনন্দে মজা দেখেন সেই প্রিয় সন্তানদের সঙ্গে নিয়ে----  
এটাকে কি বোলছ বন্ধু!  সম বিচার,না কর্ম?  
যদি উত্তর জানা থাকে, একবার কষ্ট করে আমার মতো দ্রোহী বন্ধুর পাতায় এসো
আমরা অনেক দেখছি এই অসম ছবি, অসম বিচার
এবার এসো দ্রোহ জানাই সে---ই তাঁকে।