শরতের আকাশে আগূন ঝরে
নয়তো বৃষ্টি পড়ে---
কোথায় শরৎ কাল?


নীলরৌদ্র পাখিরা ডাকে না
কাশ ফুল ও হাসে না
হায়রে পোড়া ভাল!


সোঁদা মাটির গন্ধ নেই তো
সবখানে আবাসনের কংকৃট
মানুষ মরে ত্রাসে


শিউলি গাছ গুলো কে সভ্যতা
মেরে খেয়ে গেছে
বিদ্রুপে বাংলার শিউলিরা হাসে---