সোঁদা মাটির গন্ধ ছাড়ে
শিউলি ঝরে টুপ
ঊষা রানি জাগবে এখন
খুলবে আঁখি ভুপ।


আধো আলোয় যায়না দেখা
কাকলীরা চঞ্চল
সুবাস ভরা শিউলি তুলে
ভরি আমার অঞ্চল।


আসবে বলে আসনি কাল
একাই ছিলাম জেগে
চাঁদ তারা রা বিদায় নিল
অভিমানে রেগে।


শিউলি সখী চুপটি ছিল
পড়ল ঊষায় ঝরে
ভেবেছিলাম তোমায় নিয়ে
আগমনী গাইব ভোরে।


আজকে মায়ের বোধন হল
এসো মাতৃপূজায়
শিউলি মালা দেব দুজন
পুজব দশভুজায়।