তুমি ভুলে যেতে পারো আমাকে
আমি তাতে ধার ধারিনা,
তবে যে বিশুদ্ধ পরিমার্জিত বায়ুকে
দুষিত করে গেছ, তার পূর্ণ হিশেব চাই--
না উদ্ধতস্বভাব আমার নয়,
সত্যের বিজয় ধ্বজা উড়িয়ে চিরকাল
উষ্ণ পাথুরে পথ চলি--
পদ যুগল ক্ষতবিক্ষত হলেও
অন্তিম মুহূর্তেও হাল ছাড়িনা।


তুমি এসো, শুধু পরিবেশ দূষণের
হিশেব নিকেশ শুদ্ধ ভাবে দিতে,
সাথে নিয়ে এসো কিছু ঝাউ, ইউক্যালিপটাস
আর চিরহরিত গাছের চারা,
ভরিয়ে দিয়ে যেও আমার "শ্রেয়া বনানী "
কি বোলছ! সাথে প্রেম?
হা হা হা নিঠুর প্রেমের ধার ধারিনা আমি,
সবুজের প্রেম আমার কাছে সব থেকে দামী
সবুজের সাথে অন্তীম শয্যা নেবো একদিন,
ফুলের মালা দেবে বিহঙ্গ রা
কাঁদবে আমার "শ্রেয়া বনানী"---



(শ্রেয়া বনানী কেটে ফ্লাট তৈরি হচ্ছে।
তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর সবাই)