এই বাহারের গোধূলিতে
সুবাস ভরা ফুল
মৌমাছি আর ফড়িংরা সব
মন করে ব্যাকুল।  


গোলাপ বেলির সান্ধ্য ক্ষণে
‘সে’ আসবে বলেছিল
দিনযে গেল পথ চেয়ে তার
রাত্রি নেমে এলো।


তারা-রা সব চুপি চুপি
গাইছে বাহার রাগ  
বসন্ত-চাঁদ হাসছে যেন
দিয়ে আশ্বাস অনুরাগ।


রাত যে আরও গভীর হল
ঘড়ির কাঁটা বলে
নিদ্রাহীনই থাকতে হবে
নিশাচরের দলে।


নিশিকে তাই বলছি কেঁদে
একটা কথা রাখো
আমার সাথে ঝুলায় বসে
প্রিয়তমকে ডাকো।