প্রেমের বহ্নিশিখা জ্বালিয়ে গেলে
এসে আর নিভালে না কোনদিন
আজ কেউ প্রেমের খোঁজ রাখে না
প্রেম আজ অসহায় দীন হীন।


ঝাউ পাতায় ঘেরা সেই দীঘা
নিচে বালি আর বালির মেলা
তুমি লিখলে তাতে একটি নাম
মিষ্টি মধুর হাসলো এক অবলা।


তার মুখে কথা ফোটেনি একটিও
ইশারায় জানাত সে মনের হর্ষ
একুশের সেই হাবা বোকা ললনা
পেরিয়ে এসেছে কালক্রমে দশ বর্ষ।


এক আনন্দ সন্ধ্যা, গানের জলসা
তোমার গান টি গাইলো মানসী
সুরে সুরে ধ্যানে মগ্ন হয়ে কখন
মেয়েটি বলল,"তোমারে যে ভালোবাসী"।