সুহৃদ জন আর পাব কোথায়
কোথায় আপন জন!
হারিয়ে গেছে কালের স্রোতে
সরল সহজ মন।
হারিয়ে গেছে মধুর হাসি
নৃত্য গানের মেলা
দুষ্টদের কুটিল চাওয়ায়
তমস সকাল বেলা।
যে ভালোবাসায় ভরেছিলাম
সূক্ষ্ম বক্ষ খানি
ভঙ্গুর আর তৃষিত সে,শোনে
নীরস বাণী।
এই জগতের মেলামেশা
এইতো ভালোবাসা
শিষ্ট লোকও বোঝে কোথায়
ভ্রষ্টাচারের ভাষা!  
কালের চাকা ঘুরছে ঘুরুক
কিই বা আসেযায়!
"তিনিই" থাকুক সকল সময়
ভক্ত জনের ছায়ায়।