হঠাৎ তোমায় দেখতে পেলাম
মাতলা নদীর চড়ে
উদাশ হয়ে ডিঙিতে বসে
কি ভাবছিলে কার তরে!
তখন আমি ব্যাস্ত ভীষণ
গড়িয়ে আসে দূপূর বেলা
বাছুর দুটি কচি ঘাসে উপর
করছিল আনন্দ খেলা।
নদীতে ছিল না জোয়ার
ভাটার টানে নৌকা দোলে
মাছ গুলো সব লাফিয়ে উঠে
নাচলো অসাড় কোলে।
আমায় দেখে স্বম্বিৎ এলো
রগড়ে নিয়ে চোখ দুটি
বললে আমায়,"ভালো আছো
রোজই ভাবি তোমায় মিঠী"।
"তুমি তো আমায় ভুলে গেছ
করেছ আমায় নিঃস্ব পর
আমায় না হয় পর করেছ
করলে কাকে তোমার বর?
তুমি আমার সুখ স্বপ্ন ছিলে
আজও ঠিক তেমনি আছো
আমি সদাই তোমার আছি
তুমি তাকে নিয়েই সুখে বাঁচো"।