তখন আমার চোদ্দ বছর
তার ছিল গোটা বাইশ-কুড়ি
এমন বৃষ্টি দিনে হত তার সাথে  
নতুন গল্প কবিতার হাতেখড়ি ।


ঝমঝম করে বৃষ্টি যখন  
আসত সোনাদাদা-দের মাঠে
কবিতার সাথে কত স্বপ্নিল কথা
যেন ফুটে উঠত তার ঠোঁটে।  


চিলেকোঠার বরিষণ যেন
বুকে দিয়ে যেত দোলা
তার সাথে কবিতায় মেতে
চলত শাঙন মেঘের খেলা।    


কাগজের নৌকা ভাসত কত
বুকে রেখে হাজার লক্ষ স্বপ্ন
বিদ্যুৎ বাণ ম্লান হয়ে যেত
তার পরশে হতাম মগ্ন।  


আজও সে কাছে বসে আছে
স্মরণের মণিমানিক্য কোঠায়
সেই দিনটাই ফিরেফিরে আসে
দুজনার পবিত্র ভালোবাসায়।