যখন আমি তোমার উঠোন দিয়ে
কলসি কাঁখে জল আনতে যাই
ভৈরবী তে বাঁশি বাজাও তুমি
মর্মর ধ্বনি রোজ শুনতে পাই।


পূজোর ঘরে যখন ঘন্টা বাজে
তখন তুমি বড়ই ব্যস্ত কাজে
সুগন্ধময় কায়াখানি সাজে
মন বসেনা আর যে কোন কাজে।


দুপুর বেলায় যখন তুমি ছাতে
একা মৌন হয়ে শুনতে থাক গান
একবারও কি বুঝতে তুমি পারো
একটি মেয়ের পোড়ে বিরহী প্রাণ!


সন্ধ্যে হলে, ঠাকুর ঘরের থেকে  
"তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি--"
গানে গানে সন্ধ্যা কেটে যায়
বুকে গানখানি যত্নে তুলে রাখি।


রাতের বেলায় ঝিঁঝিঁ চাঁদের সাথে
জোছনায় হয় তোমার আমার কথা
তোমার সোহাগ আলিঙ্গনের সুখে
জুড়িয়ে যায় সারাদিনের বিরহ আর ব্যথা।