এক পশলা বৃষ্টির পরে যখন আবার সোনালী রোদ্দুর ওঠে
তখন তোমাকে মনে পড়ে---  


বাঁশের সাকো যখন পার হয়ে যাই,
পাশে কচি ধানের ক্ষেত আনন্দে মাথা নাড়ে
ঠিক তখন তোমায় মনে পড়ে----


প্রত্যাশার চোখ মেলে যখন নতুন স্বপ্ন দেখি,
যখন নিজেকে সাজিয়ে নিতে চাই
ঠিক তখন তোমায় মনে পড়ে---


যখন মুক্তির জন্য অনন্তর দিকে তাকিয়ে
রবীন্দ্র গান গাই, "আমি ছিলেম তোমার খেলার সাথী---"
তখন তোমায় মনে পড়ে----  


তুমি শত লক্ষ ভাবনা আর প্রেমিকার মাঝে
একবার আমার কথা ভেবো,
মুক্তির গান শুনিয়ে রুক্ষ প্রাণ ভরিয়ে দিয়ে যেও প্রিয়তম----