আঁধার হল জৈষ্ঠ্যমাসেই
আলোর সকালবেলা
রবি কে মেঘ করে চুরি  
দেখায় ভয়ের খেলা।
শিরশিরানি পাতায় পাতায়
কাকলীরা চুপ
কলাপাতায় বৃষ্টি ধ্বনি
ঝুপ ঝুপ ঝুপ।
সারমেয় রা টিনের ঘরে
খাবার খুঁটে খায়
বজ্র ধ্বনি বুকের মাঝে
চমক দিয়ে যায়।
আসবে সে যে বলেছিল
আর এল সে কই!
বক্ষ মাঝে কান্না চাপা
হৃদ-খানি থই থই।
দূরে কেন থাকো কবি!
এসো রবীন্দ্র ভবনে
আনন্দ গান গাইব সবাই
হরিত কাননে।


(আমার স্বামীর নাম রবীন্দ্রনাথ। তাই
বাড়ির নাম আমি রেখেছি, "রবীন্দ্র ভবন")