যে আমাকে অপছন্দ করে
তার কাছে কি পছন্দের হবো?
নাঃ, কোন দুঃখ নেই মনে
তার থেকে দূরে দূরে রবো।
যে অনামুখো অপেয়া বলে
সে কি আমার কষ্টে কাঁদে?
বদ- বাজে বাক্য বর্ষণ কি
তার মুখে একটুও বাঁধে?
সে ভালো থাক,আমি তার
সদা সর্বদাই মঙ্গল চাই
ছয়টি ঋতুতে মোবাইল হাতে
তার গুণগানই গেয়ে যাই---


(এই কবিতার ধরন আমি আসরের জ্ঞানবান
কবি ফারহাত আহমেদ এর থেকে শিখেছি।
কবিতা তাঁর হাতে সমর্পিত হল।)