যে গাছে যত ফুল আছে
তাঁর নামে ফোটে
আকাশের পূবালী রবি
তাঁর নামে ওঠে।
বায়ু বহে মৃদু মৃদু
ষড় ঋতু আসে
দখিন হাওয়া পূর্ণ চাঁদ
তাঁর নামে হাসে।
আবীরে আবীরে লাল
যমুনার তীর
চঞ্চল মন, চরণ দুটি
থাকে না স্থির।
কদম তলে নৃত্য আসর
লক্ষ সখীর সাথে
নাচবে কি সখা সখী!
এসো দোলের রাতে।