'মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা'  
সেই বাংলায় গড়েছি গো
আমরা সবাই সুখের বাসা।
“কি যাদু বাংলা গানে গান-
গেয়ে দাঁড় মাঝি টানে “
সেই গানই মিলেছে আজ সব
বাংলা-বাসীর মনে প্রাণে।
‘গেয়ে গান নাচে বাউল গান
গেয়ে ধান কাটে চাষা’  
ওই চাষা ভাই-য়ের অন্ন খেয়ে
জীবন সবার হল খাসা ।
‘ওঁই ভাষতেই নিতাই গোরা
আনল দেশে ভক্তি ধারা’
সেই ধারাটা পারিনি নিতে  
তাই,ঘুরে মরি দিশেহারা ।
‘বাজিয়ে রবি তোমার বীণে
আনল মালা জগত জিনে’  
এই রবির জন্যই আজ-  
সারা বিশ্ব বাংলা চেনে ।
সেই ভাষাতেই ডাকব তাঁকে  
সাঙ্গ হবে কাঁদা হাসা
তার সাথেই শেষ হয়ে যাক
বারবার এই জগতে আসা ।  
( কবি অতুলপ্রসাদ সেন কে শ্রধ্যা জানিয়ে )