মাথায় যাঁর ময়ূর পাখা
সখী যাঁর চিত্রলেখা
মুখ খানি মধু মাখা  
বলো তো সে কোন সখা?


ঘোরে যেঁ নিধু মধু বনে
যাই চলো বৃন্দাবনে
"সে" যদি না-ও চেনে
তবু বন্ধু বলে নেব মেনে।


খেলা তাঁর সকল মাঠে
গোচারণে দিন যে কাটে
ননি ছানা নিয়ে যায় হাটে
এসো তাঁকে আঁকি পটে।


ওই সুমধুর বংশী বাজে
তাই শুনে রাই যে সাজে
গগনে বর্ষার বজ্র রাজে
তাঁরে রাখবে কি বক্ষ মাঝে?  


(শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে।
সবাই রোগ মুক্ত হয়ে থাকি যেন)