তুমি আসো আর নাই আসো
কিছু এসে যায়না
তবে তোমার ক্ষতি হোক
এটাও মন চায়না।


পথ আগলে দাঁড়াও যতই
আমি পথ চলবই
মুখ যতই চেপে ধরো
উচিত আমি বলবই।


যত রুক্ষ কথা বলনা কেন
আমি কিন্তু হাসবই
নজরানা দেখালেই
চোখ চোখ বড় করবই।


থাপ্পড় মারতে চাও!মার,
দুগাল পেতে দেব
আমার কষ্টে কিছু পাবে?
তাতে যে আনন্দ পাব!


আমি খুব সহনীয় শান্ত
রাগালেই বাঘিনী
ভগবান ভাগ্যকে না মেনে
হই প্রতিবাদী রাগিণী।