ললিত মধুর ঠামে
চলে বাঁকাবিহারী
ঠমকি ঠমকি যায়
দ্যুতি মালা মনোহারী।
শ্যামল পীত অঙ্গ তাঁর
গলে দোলে বৈজয়ন্তী
বাঁশি বাজে তালে তালে
রাগটি মধুবন্তী।
আঁড় চক্ষু চপলা চঞ্চু
কারে ডাকে ঈশারায়!
মন্থর সব কাজ
করল কি শ্যমরায়?
অনন্ত প্রেম দিবানী
সেই যে রাধারাণী
তবু কেন ক্রন্দসী!
যমুনা বলে,"সব পেয়ে-
রাধা কিসে অভিলাষী?"


( কাল রাতে একটা স্বপ্ন দেখলাম।
আর তাই নিয়ে এই কবিতা)