চাঁদ কখনও আছে কখনও নেই
তাও আবার দ্বিখণ্ডিতা
অন্ধকার নিশুতি জনহীন রাত্রি  
আকাশ ভাদর মেঘমন্ডিতা।  


চকিত বিদ্যুৎ ঝলকানির আলো
দেখা গেল হেম-মুখ
কে যায় গহন অরণ্য পথ মাঝে!
সে যে মিলনে উন্মুখ।


সহসা নামে অঝোর বাদল
কালার মতো কালো ধরা
বিদ্যুৎ স্ফুরণ কম্পন সাথে
মিলনে বিঘ্ন ঘটায় ধারা।    


পথ পঙ্কিল পিচ্ছিল জলে ভরা
রাধা অনড় অনমনীয়
চলেছে সে তিমিরাভিসারে
ইঙ্গিতে ডাকে তার প্রিয়।


শ্রাবণ ভাদের বারি চোখে
শুনে মর্মর বাঁশির সুর
অধম রীনা বলে, চলো রাধে
পথ নেই আর বেশি দূর।                      

( বৈষ্ণব পদাবলী অবলম্বনে রাধিকার
চিরাচরিত রাতের অভিসার)