তিনি-- সকাল থেকে সন্ধ্যে শুয়েই থাকেন।
আমি-- মাথার ঘাম পায়ে ফেলে উদয় অস্ত খেটে চলি---


তিনি-- কর্তব্য কর্মে অলস,কিন্তু মানুষের কর্মের ফল দিতে ওস্তাদ।ভালোতে গরিমিশি, মন্দকাজে কুইক---
আমি-- কর্তব্য করতে করতে ভিখিরি আর কর্ম! হা হা হা--


তিনি--- পুলিশের মতো, দরিদ্রকে ক্রাইম বানিয়ে আচ্ছা করে পেটান।এক আনাও না দিয়ে---
আমি--- পয়সা না থাকলেও ধার করে ডোনেশন দিই,আহা বলে চোখ জলে ভরাই।


তিনি--- কোনদিন নিজের রূপ নিয়ে মানুষের সামনে এসে দাঁড়াননি।(যা জানি কল্প কথাই।এটা আজ মনে হচ্ছে--)
আমি-- সম্ভব মতো দাঁড়ানোর চেষ্টা করে থাকি।এবং আমাকে সবাই দেখতে পায়।


তিনি-- তাঁর দেখা পেতে গেলে নিদিধ্যাসন,
যপতপ আর যাগযজ্ঞের প্রয়োজন। আজকের দিনে খরচ অনেক।
আমি-- সকাল সন্ধ্যে হেঁশেলে থেকে, অতিথি সেবা করে আর সময় কোথায় ওসব করার? তবে চাইলে সবার মতো তিনিও আমায় দেখতে পাবেন।কোন খরচের বালাই নেই---  


(কবিতা টি আসরের বরেণ্য কবি এবং আমার দাদা প্রণব মজুমদারের একটি কবিতা অনুসরণ করে লিখেছি। তবে তাঁর মতো উতকৃষ্ট হয়নি। কাব্যটি আমার দাদাকেই উৎসর্গ করলাম)