একটা গগন তলে
একটাই পৃথিবী
তার নিচে বাস করে
মানব আর মানবী---


কেউ হাসে কেউ কাঁদে
রোজকার খেলা
হাসি আর কান্নায়
শেষ হয় মেলা---


একটাই পৃথিবীতে
আছে পশুপাখি
জঙ্গল পায়না ওরা
দেয় সভ্যতা ফাঁকি---


প্রতিদিন জন্ম মৃত্যু
অভিনব রূপকার
তাঁর দেখা পাইনি তো
ডেকে ডেকে হাহাকার---


একটাই পৃথিবী
একটা সূর্য চাঁদ
কারো আলোর হাসি
কারো কান্নার রাত---


একটাই পৃথিবীতে
আটশো কোটি জন
চলে যেতে হবে ভেবে
প্রেম রসে ভরো মন---