মরতে মরতে আজও মরিনি
আছি এখনও আনন্দ সভায়
অপরাধ হয়েছে তো নিশ্চয়
"তিনি" মার্জনা করুন তাঁর ক্ষমায়।


চলতে চলতে যখন টলে যাই
কে যেন হাত ধরে এসে হেসে
নিমেষে সকল কষ্ট দূর হয়ে যায়
তাঁর প্রেমময় স্বতঃস্ফূর্ত পরশে।


হাসতে হাসতে যখন ভুলি যাই দুঃখ
কেযেন আমার সাথেই হাসে মধুর হাসি
যখন ভাবি পর-জগতে কে ভালো বাসে!
"সে" ই বলে যায়,"তোমারেই ভালোবাসি"।