সেদিন ছিল এমনই ঠিক
অসুর বিসর্জন
মা তো রয় আশেপাশেই
সদা সর্বক্ষণ।
কাশের বনে লাগলো দোলা
উঠলো বুকে ঝড়
তার হাত দুটি তে আমার হাত
কাঁপছিল থরথর।
বিশাল বুকে আমায় নিতেই
ভয়ে জড়োসড়
কাশ ফুলেরা হাসলো কত
বলল "জাপটে ধরো"।
চঞ্চু তে যেই চঞ্চু রাখা
সে কি শিহরণ
যেন ব্রহ্মান্ডে বাজলো বাঁশি
হাসলো রাতে তপন।
ঢাকের কাঠি বাজল জোরে
বিজয়ানন্দ ভরে
তোমার আমার প্রথম মিলন
থাকলো সুরে সুরে।