অনেক অন্ধকারে পথ খুঁজে ফিরি
বন্ধু, একবার হাতটা ধরতে পারো!
আমায় আপন করে একবার বুকে ধরো!


বিশাল মরুভুমিতে বসে আছি একা
কোথাও নেই জল নয়তো পান্থপাদপ
এসোনা বন্ধু,পূর্ণ করো তৃষিত বুকের খোপ।


সহায়হীন কান্ডারীহীন জীবন আমার
তুমি কি হতে পারো ভবসাগরের মাঝি?
কিছু নেই,প্রেমে ভরে দেব পূজার সাজি।


তুমি কি দেবে, তা তুমিও সঠিক জানো
আমিও জানিগো, সে শুধু   চোখের জল
একটু হাসির মাঝেই দেবে ক্রন্দনময় ফল।