তোমার জন্য বাঁধি ভোরে
ভৈরবী-চিকন সুর
রোদ ছুটন্ত বেলায় বাজে
পটদীপ মধুর।


বৃষ্টি যখন ঝেপে আসে
তমাল গাছের পরে
একলা বসে পিয়ানো তে
মেঘমল্লার ঝরে।


সূর্য যখন নেমে আসে
বিদ্যালয়ের ছাদে
চিত্ত বাঁশি জৈনপুরী তে
আপনা আপনি বাঁধে।


এই যে সুরের মিলন মেলা
সবই তোমায় নিয়ে
সময় হলে হাত বাড়িও
বরণ মাল্য দিয়ে।