তোমার হাতে রঙের ডিবে
আমার হাতে তুলি
এসো না দুজন মিলে
মানুষ এঁকে ফেলি!


তোমার হাতে এঁটেল মাটি
আমার হাতে জল
সেই মানুষই তৈরি করি
যে মানবতায় উজ্জ্বল।


তোমার হাতে বাঁশের চটা
আমি নিলাম গজাল
মানুষ মূর্তি বানাই দুজন
নেই কোন যার ভেজাল।


তোমার আমার আত্মা দিয়ে
মানুষ বানাই মনের মতো
যার সৌরভেতে  প্রাণ পাবে
দীন দরিদ্র দুঃখী যত।