তুমি বাউল হতে পারো!
তবে চলো তো পথে নামি
গাই গলা ছেড়ে গান
জাগুক দোঁহার অন্তর্যামী।  


তুমি পাগল হতে পারো!    
তবে হাসো তো আমার সাথে
কান্না কিন্তু চলবে না আর
দুঃখ শোকের ঘাতে।  


তুমি নাচ করতে পারো!
তবে নাচ তো ময়ুরের মতো
আমার সাথে মেলাও পা  
ভোল জমান ব্যথা যত।


তুমি প্রেমিক হতে পারো!
তবে  দাও তো নিবিড় আলিঙ্গন
জগতে তো দূঃখ শুধু
প্রেম মধুতে মজাও মন।    


(মোবাইলে চন্দ্রবিন্দু কিছুতেই আনতে পারছিনা)