হঠাৎ তুমি হারিয়ে গিয়ে এমন-  
কী মজাটা পেলে!
আমায় নাহয় একটু দুঃখ দিলে...


তুমি যতই দূরে লুকিয়ে থাকো
আমার তাতে সুখ
শুধু চঞ্চল মনটা মিলনে উৎসুক।


বিরহ বড় ভালোবাসি গো, তাই-
একটু লুকিয়ে থাকো
ফিরে এসে আবার আমায় বুকে রাখো।


হঠাৎ করে হারিয়ে গেলে বিরহে
জানো পদ্য লিখি কত!
যতই ফাঁকি দাওগো,তুমিই মনের মতো।


প্রেম কাব্য শুনেছি কত, আর পড়েছি
কত ঠুনকো মেকি প্রেমে    
তোমারই স্থায়ী বাস আমার হৃদয়-ফ্রেমে।  


সাঁজে সূর্যমুখীর বিষণ্ণ মুখ, রবি-বিহনে    
অঙ্গ জ্বলে সারারাত
কখন আঁধার কেটে পুন আসবে সুপ্রভাত...!