আকাশের মতো যদি মনটা কোমল
হোত তোমার, আমি নদী হয়ে যেতাম।


মাটির মতো সহিষ্ণু হতে যদি তুমি
আমি বায়ুতে ভর করে হাঁটতাম,--


ফুলের মতো সরল হোত যদি তোমার দৃষ্টি
আমি ভ্রমর হয়ে গুনগুন গাইতাম।


সূর্যের মতো হোত যদি তোমার চাওয়া
আমি সূর্যমুখী হয়ে হাসতাম,
তোমার দিকে চেয়ে চেয়ে।


সমাজ কাল আর অসুস্থ পরিবেশ তোমাকে
অনেকটা ক্ষিপ্ত করে দিয়েছে
কিন্তু আমাকে আজও কবিই করে রেখেছে।