দুহাতের মুঠো খুলে কম্পিত শীতল বক্ষে
উত্তাপ নেওয়ার স্বাদ;
কিন্তু করোতল উত্তাপ হীন; বরং অধিক শীতল,
শুশুনিয়া পাহাড় তলে শৈত্য প্রবাহ চলছে।


পাহাড়ের লাল রঙা রডোডেনড্রন শোভা পাচ্ছে
এক উষ্ণতা হীন নারীর কালো
কেশের সাজানো কবরীতে;


রাঙা ওষ্ঠে ক্রমাগত চলছে পুরুষালী চুম্বন,
কাম-উত্তেজনাকে বারবার লঙ্ঘিত করছে
পুরুষের অধিক শীতলতা---


যাইহোক, তবু প্রেমটাই লক্ষ্য,
তারই জয় কে শুনিশ্চিৎ করে
অক্ষয় রাখতে হবে দোঁহার প্রেমকে,
মুকূট পরাতে হবে শিরে উদ্দাম বিজয়ের।


(কবিতাটি 2023 সালের 22শে নভেম্বর এ
লেখা। তখন শীতের সবে উদ্বোধন)