অসীমকে প্রশ্ন করি—
কোথায় তোমার সীমা?
উত্তর পাইনা...


সেই অনন্তকেই আবার বলি---
তোমাকে দেখতে কেমন?
‘উত্তর দেয়,‘ঠিক তোমার মতন...’


সগারকে বললাম—
কোথায় তোমার শেষ?
দিল কটা স্যতের নির্দেশ।


অগ্নিকে জিজ্ঞাসা করি--
কেন এতো তোমার দাহ্যতা ?
সে বোঝাল শুধু পূতপবিত্রতা।


বৃষ্টিকে বললাম—
অতি পতনে কেন ভাসাও ঘর?
বলল,‘ঐক্যবদ্ধ হও তৎপর’...  


মৃত্যুকে বললাম---
কেন পাতি মিছে খেলাঘর?
বলল,’শেষের মাঝেই অশেষ,
চিরন্তনকে করো ভর......’