জন্মটা হয় সুগন্ধি সুরভিত জলে
জীবন কেটে যায় মরু- খরায়
তবু আসা বার বার কিসের টানে-
এই লাস্যময়ী বিচিত্র ধরায়...... !!


কেউ অট্টালিকায় কেউ পথে বা কুটীরে
কারো রাজ-অন্ন জোটে কেউ অনাহারে
কে আসে আর এমন ভব-সংসারে?
যে সমব্যথী-হীন সে আসুক বারে বারে।।      


যাঁর সৃষ্টি সে-ই তো অন্ধ উদাসীন
মানুষ বেশি পেয়ে গেলে দম্ভের অধীন
আসে যারা ভুবনে নিয়ে যুগান্তরের ঋণ  
দারিদ্রতার পদাঘাতে হয়ে থাকে হীন ।।