যখন তাকে ভালোবাসলাম সে বলল,
"আমি তো তোমাকে ভালোবাসিনা"


ফিরে এলাম সমাজে, ত্যাগ প্রেম দিলাম,
পরে তারা বলল,"কে ডেকেছে এখানে তোমাকে!  হাঁপিয়ে পরছ যে?  


আবার ফিরে এলাম স্বজনের মাঝে,
ভালোবাসার রক্ত বমি হল,স্বজন বলল-
" কার জন্য কি করেছ? এই হাল কেন"?


পৃথিবীর কাছে দুহাত মেলে কাঁদলাম,
পৃথিবী বলল, "এটাই জগতের প্রাপ্য ফল"


স্মিত হাস্যকর,ডান বৃদ্ধাঙ্গুলী করে ঠেকিয়ে বললেন," ভব-চালচলন এমনই,
না পার উপরে চলে এসো ".