তোমার থেকে অনেক দূরে
এক ঠিকানায় নেই
চোখ দুটি ঝাপসা হয়
তোমায় ভাবি যেই--


পাখপাখালির মধুর সুর আর
শস্যক্ষেতের হাওয়া
শীতের মিঠে রোদে বসে
তোমারই গান গাওয়া।


লেজ গুটিয়ে পাশে থাকে
তোমার পোষা মেনি
থই থই থই নেচে ঘোরে
পাপ্পি সোনা জেনি।


গত শীতে পাশে ছিলে  
রেখেছিলে ওমে
আজকেও তো থাকতে চাই
সেই সোহাগ ঘ্রাণে।


ভালো থেকো ভালো থেকো
মেসেজে রোজ লেখো
প্রিয় বিনা কিসের ভালো
তা কি মনে রাখো?  


বুলবুলি আর ফিঙে রা সব
ঝুঁটি নেড়ে দোলে
নবান্ন উৎসবের সুরে
কত কথা বলে।


এসো এসো ফিরে এসো
বড্ড লাগে একা
ক্ষুদ্র জীবন, কি আর আছে!
বুক কো'র না ফাঁকা।