দুঃখ আমার নেই গো কিছুই
শুধু ভালোবাসার আঘাত ছাড়া
হই বারবার তাতেই দিশেহারা।


নাহয় সবাই ভুলে যায় যাক
আর নাম না করুক আমার
আমি কিন্তু চিরকাল রইব গো সবার।


প্রতিবার যেন সইতে পারি বঁধু
প্রেমের পরম গরম পদাঘাত
তবু বাড়াব সহৃদয় এই হাত।


চিমটি কাটা বেহায়া সত্য গুলো
যখন হাজিরা দেয় মাথার মাঝে
তক্ষুনি তো জুতো খাই নির্মম নির্লাজে।  


গুণীরা বলে থাকেন "ভালোবাসাই সব"
তাই,বলো ভালো বাসাবাসির কথা
প্রতিবাদে গেলেই পাবে হৃদ-খাতে ব্যথা ।


যে নাবোঝে, নাবুঝুক, কি এসে যায় তাতে!
বুঝদার মানুষ রা সব মুখে রাখো হাসি
ভালো না লাগলেও বলো, ভালোবাসি ভালোবাসি--