যার অঘাত প্রেম আছে
সেই-ই বোঝে প্রেম
যার ভেতর রত্ন আছে
সে ভালোবাসাই বাছে।


যার অন্তর মহা শূন্য
সে হৃদে বড় দৈন
কুটিল যার প্রাণ মন
সে নিজে পুড়ে সারাক্ষণ।


মুখে যার নেই হাসি
সে কি বলে ভালোবাসি?
দুষ্ট দুমুখো যার চরিত্র
তারা ভয়ে কাঁপে ধরিত্র।


ভালোবাসায় টাকা লাগে কি!
তাই প্রেম দিলে ক্ষতি কি?
ঈশ্বর আল্লাহ পাবে শুধু প্রেমে
প্রেম মাপা যায় না টাকার দামে।  


এসো শিখি ভালো বাসাবাসি
ঠোঁটে রেখে মধু হাসি
জগ-ধন পাবে কতকাল?
দেখ কি হাসে মহাকাল??


(শুধু ভালোবাসাবাসি নিয়েই এই সিরিজ কাব্য।তাই ব্যক্তিগত প্রেমের সাথে সর্ব জাগতিক প্রেম এবং রূপক প্রেম এই সিরিজে জড়িত আছে)