এক এর ঘরের নামতা--


একে একে এক
ভালোবাসা অমৃত, চোখ খুলে দ্যাখ।


একে দুই এ দুই
প্রেমে বিরহিত সবাই,একা নয় তুই।


একে তিনে তিন
ভালোবাসার জয় হলে মনটা তাধিন।


একে চারে চার
ভালোবাসায় থাকেনা জাতের বিচার।


একে পাঁচে পাঁচ
ভালোবাসা সরল রে মন,নেই ঘোরপ্যাঁচ।


একে ছয়ে ছয়
প্রেম বুক দরাজ করে, পায়না রে ভয়।


একে সাতে সাত
প্রেম যদি নিখাদ হয়, দেবে চির সাথ।


একে আটে আট
ভালোবাসা নিঃস্বার্থ, বাঁধেনা সে গাঁট।


একে নয়ে নয়
ভালোবাসা স্বর্গীয়, তার চিরদিনই জয়।


একে দশে দশ
ভালোবাসা সব খানে, বন্ধু,  হ' তার বশ।


(এখানে তুই সম্মোধন করা হয়েছে ব্যাকুল বায়বীয় মন কে)