সওদা করিনা গো ভালোবাসাতে
ভালোবাসি আমি বঁধু ভালোবাসতে।

চাতুরী জানিনা তো পূত প্রেম মাঝে
প্রেম প্রেম বাদ্য যে সদা বুকে বাজে।

ঠগ আমি নই গো, ভালোবাসা নয় ছলনা
ভালোবাসাতেই গড়া এই হাবা ললনা।

তোমাদের ভালোবাসি,এ কথাই খাঁটি
ভালো বেসে বেসে হব একদিন মাটি।