কুকুর কত মার খায়
তবু মালিকের ভালোবাসা বোঝে,
মানুষ বড়ো বেঈমান
শুধু স্বার্থ খোঁজে।


পাখি কে খাঁচায় রাখলেও
ও কত গান করে
মানুষ একটু ছুঁতো পেলেই
ভালোবাসায় ছুরি মারে।


গরু ছাগল গা চেটে দেয়
মনিব কাছে পেলে
মানুষ ভালোবাসা পেয়েও
শয়তানী না ভোলে।


হাতের উপর উঠে বসে
বন টিয়ার দল
খাবার আর ভালোবাসায়
রাখে কৃতজ্ঞতার বল।


মানুষ বেপরোয়ায় নাচে
বলে,"ভালোবাসা কারে কয়? "
হায়রে মানুষ অধম তুই
বল, ভালোবাসা অক্ষয়----